সীমান্তে অবৈধ গরু পাচারের সময় বাঁশের চড়কার আঘাতে কামাল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট সীমান্ত এলাকায়, যেখানে ভারতীয় গরু পাচারের জন্য স্থানীয় পাচারকারীরা বাঁশের তৈরি 'চড়কার' ব্যবহার করছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৬ নভেম্বর) রাতের দিকে ১০-১২ জন বাংলাদেশি পাচারকারী ভারতীয় গরু পাচারের জন্য চড়কার ব্যবহার করছিল। তারা ভারতীয় সীমান্ত থেকে গরু এনে বাংলাদেশে পাচারের জন্য পরিকল্পনা করছিল। এ সময় চড়কারের বাঁশ হঠাৎ ভেঙে কামাল হোসেনের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে তার সহযোগীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে কামাল হোসেন মারা যান।
কামাল হোসেন গোড়ল ইউনিয়নের বলাইয়ের হাট এলাকার ছবুর উদ্দিনের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি সত্যি এবং নিহতের পরিবারও দাবি করেছে যে, সীমান্তে অবৈধভাবে গরু পাচারকালে চড়কারের বাঁশের আঘাতেই কামাল হোসেনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গোড়ল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, "আমি স্থানীয়দের কাছ থেকে শুনেছি যে, কামাল হোসেন পাচারের কাজে যুক্ত ছিল এবং চড়কারের আঘাতে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।"
গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিম জানান, "আমরা সীমান্তে বাঁশের চড়কারের আঘাতে কামাল হোসেনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে।"
এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনার পর সীমান্তে গরু পাচার এবং এ সংক্রান্ত ঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ এবং বিজিবি এই ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।