সিলেটে ঝটিকা মিছিলের মূল হোতা ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ন
সিলেটে ঝটিকা মিছিলের মূল হোতা ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেট মহানগরে সোমবার (১৮ নভেম্বর) ভোরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা। র‌্যাব-৯ এর অভিযানে সিলেট শহরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও সাংগঠনিক সম্পাদক দেবনাথ। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। 


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৮ নভেম্বর রাত ১১:৪০ মিনিটে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


অভিযোগ রয়েছে যে, ছাত্রলীগের এই দুই নেতা ভোরে মাস্ক পরে শহরে ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় তারা আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি নিশ্চিত করে বিক্ষোভ প্রদর্শন করেন, যার ফলে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি হয়।


এ ঘটনার পর পুলিশ ও র‌্যাব দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ছাত্রলীগের শীর্ষ নেতারা, তবে ঘটনার পর সিলেট শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।