সিলেটে অগ্রাহায়নে শীতের অনুভূতি: শীতের আগমনে প্রস্তুতি শুরু

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০২৪ ০৫:১৭ অপরাহ্ন
সিলেটে অগ্রাহায়নে শীতের অনুভূতি: শীতের আগমনে প্রস্তুতি শুরু

সিলেটে অগ্রাহায়নের শীতের অনুভূতি দেখা দিয়েছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এসে প্রকৃতিতে হেমন্তকাল প্রবাহিত হলেও, অগ্রাহায়নে শীতের আগমন কিছুটা তাড়াতাড়ি শুরু হয়েছে। সিলেট অঞ্চলে বিশেষত গ্রামাঞ্চলে সকাল বেলা কুয়াশার উপস্থিতি এবং নগরীতে হালকা শীত অনুভূত হচ্ছে। রোদের তাপমাত্রা বাড়লেও, সকাল ও সন্ধ্যাবেলায় শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে।


আবহাওয়া অধিদপ্তরও একই পূর্বাভাস দিয়েছে, শীতের অনুভূতি বাড়বে। সোমবার (১৮ নভেম্বর) সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রী সেলসিয়াস। এই শীতের আগমনে ইতিমধ্যে শীতের কাপড়ের ব্যবসা জমে উঠেছে। নগরীজুড়ে ফুটপাত থেকে শুরু করে শপিংমল পর্যন্ত শীতের কাপড়ের দোকান বসেছে। স্থানীয় বাজারে চলছে শীতের কাপড়ের বেচাকেনা।  


প্রতিবছর নভেম্বর মাসের শেষে সিলেটে শীতের অনুভূতি শুরু হলেও এবার অগ্রাহায়নের প্রথম থেকেই শীতের আগমন বেশ দৃশ্যমান। সকাল ৬টা নাগাদ ১৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও, দিনের বেলায় তাপমাত্রা একটু বৃদ্ধি পায়, তবে বিকেলে হালকা শীত অনুভূত হতে থাকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে শীতের অনুভূতি বাড়বে। 


শীতের আগমনে সিলেটের ফুটপাতে ব্যবসা শুরু করে দিয়েছেন হকাররা। বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, রিকাবী বাজারসহ শহরের বিভিন্ন জায়গায় শীতের কাপড় বিক্রি হচ্ছে। এসব বাজারে সস্তায় শীতের পোশাক বিক্রি হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এছাড়া, শীতের আগমনে শীতকালীন মৌসুমি হকারদের সংখ্যা বাড়ে, যারা নির্দিষ্ট স্থানে দোকান বসিয়ে বিভিন্ন ধরনের শীতের পোশাক বিক্রি করছেন।


নগরীর পলিটিক্যাল, সামাজিক ও বাণিজ্যিক কেন্দ্রগুলোতে এখন শীতের কাপড়ের পসরা সাজিয়ে বসা হকাররা জানান, শীত আসলে তাদের ব্যবসা জমে ওঠে। সস্তায় শীতের পোশাক কিনতে সাধারণ মানুষও এগিয়ে আসছেন। শীতের প্রস্তুতিতে দোকানিরা বিভিন্ন ধরনের সোয়েটার, মাফলার, কোট, জ্যাকেটসহ নানা পোশাক বিক্রি করছেন। 


সিলেটবাসীও শীতের আগমনকে স্বাগত জানিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। গত বছরের তুলনায় এবার শীতের আগমন কিছুটা তাড়াতাড়ি হলেও, সাধারণ মানুষ তা উপভোগ করছেন।