দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার ইচ্ছে - হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০২৪ ০৩:০৯ অপরাহ্ন
দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার ইচ্ছে - হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি এই মন্তব্যটি মঙ্গলবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে করেছেন।


হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, "যারা ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার চেষ্টা করবে, তারা জাতির মুক্তির উদ্দেশ্যকে ধ্বংস করছে।" তিনি আরো বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা নয়, বরং ইতিহাসের কাছে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে।”


তিনি আরও যোগ করেন, “যারা ২০১৩ সালের জুলাই অভ্যুত্থানের আদর্শ ধারণ করে গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তাদের জন্য আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আর কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। ২৪ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ সম্পর্কে আর কোনো আলাপ-আলোচনা হবে না, যতক্ষণ না তাদের অপরাধের বিচার করা হয়।”


হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্যে আসলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলনও অব্যাহত রয়েছে। তাঁর ভাষায়, জনগণের স্বাধীনতা, মানবাধিকারের প্রশ্নে কোনো আপস করা উচিত নয় এবং যারা জনগণের স্বার্থের বিরোধী কাজ করবে, তারা ইতিহাসে কখনোই ক্ষমা পাবে না।


এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি এক কঠোর সমালোচনা। তিনি যে ব্যক্তিদের উদ্দেশে এই মন্তব্য করেছেন, তারা নিজেদের স্বার্থে জাতির বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করছে বলে অভিযোগ করেছেন তিনি। 


হাসনাতের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, তা আরও স্পষ্ট করে তোলে, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক শক্তি এবং জনগণের সমর্থনকে কেন্দ্র করে নানা বিতর্ক ও সংঘাত চলছে।