৫ আগস্টের কুশীলবদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৭:৫৫ অপরাহ্ন
৫ আগস্টের কুশীলবদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: হাসনাত আব্দুল্লাহ

ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে যাদের হত্যা ও আহত করা হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার সময় বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন এবং এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। 


রবিবার (১৭ নভেম্বর) সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে তিনি শহীদ জিহাদের কবর জিয়ারত করেন। ওই সময় তিনি শহীদ জিহাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সংবাদ সম্মেলনে হাসনাত বলেন, “যাদের হত্যা করা হয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এই দেশে নির্বাচন হতে পারে না। আমরা জনগণের সঙ্গে একত্রিত হয়ে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে যা করা প্রয়োজন, তা করব।”


তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যাদের আহত করা হয়েছে, তাদের সুচিকিৎসার জন্য সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিচ্ছে এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা যথাসম্ভব দ্রুততার সাথে করা হবে। 


হাসনাত আব্দুল্লাহ বলেন, "বর্তমান সরকারের সময়কালে বিএনপি নেতাকর্মীরা বিশেষভাবে নির্যাতিত হয়েছে এবং তাদের ওপর নানাভাবে অত্যাচার করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থেকে পালিয়ে গেছে, কিন্তু নতুন দেশ গঠনে সময় লাগবে। আমরা চাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিবেশ তৈরি হোক।"


এ সময় উপস্থিত ছিলেন শহীদ জিহাদের বাবা নূরু হোসেন মোল্লা, চাচা রুহুল আমিন মোল্লা, আল-আমিন মোল্লা এবং ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।