রায়গঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার ১০ই নভেম্বর ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ন
রায়গঞ্জে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দলের নেতা-কর্মীরা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষক দলের উদ্যোগে দরিদ্র কৃষকদের সহায়তায় শুরু হয়েছে ধান কাটার কার্যক্রম। রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকায় কৃষক আব্দুল গফুর (কন্টেক) এর জমির ধান কেটে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন সরকার।


এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিন সরকার বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সবসময় কৃষক-কৃষাণীদের পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের নেতাকর্মীরা আজ আবারও কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে, বিশেষত দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে।’’


অসহায় প্রতিবন্ধী কৃষক আব্দুল গফুর তার ক্ষেতে আমন ধান চাষ করেছিলেন, তবে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলেন না। তিনি জানান, ‘‘আজ সকালে আমি যখন ক্ষেতের দিকে যাচ্ছিলাম, তখন দেখি একদল লোক কাঁচি হাতে এসে আমার ধান কেটে দিচ্ছে। পরে জানতে পারলাম, এটি কৃষক দলের নেতাকর্মীরা, যারা স্বেচ্ছাশ্রমে আমার সহায়তায় এসেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’’


এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষক দলের নেতা আইয়ুব আলী জানান, ‘‘আমরা উপজেলা কৃষক দল ও ইউনিয়ন বিএনপির নির্দেশনা অনুযায়ী কৃষক আব্দুল গফুরের ধান কাটতে সাহায্য করেছি। তিনি শ্রমিক সংকটে ছিলেন, তাই আমরা তার পাশে দাঁড়িয়েছি।’’


উপস্থিত ছিলেন চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সহ-সভাপতি হাবিবুর রহমান। তিনি বলেন, ‘‘আমরা সব সময় দরিদ্র কৃষকদের পাশে থাকব। দুঃসময়ে তাদের সাহায্য করার দায়িত্ব আমাদের সকলের। কৃষকের দুঃখ-কষ্টের সময় কখনও আমরা পিছিয়ে আসব না।’’


এছাড়াও, এই ধান কাটার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা, যেমন ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, এবং ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। দলের নেতাকর্মীরা জানান, ভবিষ্যতেও তারা কৃষকদের সহায়তার জন্য এমন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।