৭ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাস্টার প্যারেড এবং মাসিক কল্যাণ সভা।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন এবং জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) প্যারেড পরিদর্শন করে অভিবাদন গ্রহণ করেন। পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার কর্মরত সদস্যদের সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।
এ সময় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয় এবং পুলিশ বাহিনীর দক্ষতা, সেবা, ও জনগণের প্রতি কর্তব্যে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।