হাছান মাহমুদের মতো মানুষের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না-মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৫ই নভেম্বর ২০২৪ ০৮:৪১ অপরাহ্ন
হাছান মাহমুদের মতো মানুষের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না-মির্জা ফখরুল

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ নিয়ে বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এটা ভূতের মুখে রামনাম’। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না। 


রোববার, লন্ডনভিত্তিক ‘চ্যানেল এস’ টেলিভিশনে এক সাক্ষাৎকারে হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির সঙ্গে একমত হওয়া এবং তাদের সঙ্গে একযোগে কাজ করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত’। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের জন্য একটি বড় রাজনৈতিক ভুল ছিল বিএনপিকে নির্বাচনে আনার ব্যবস্থা না করা। 


তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাছান মাহমুদের এ বক্তব্যকে তীব্রভাবে নাকচ করে বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) মুখে গণতন্ত্রের কথা বলার কোনো মানে নেই। তাদের শাসনামলে গণতন্ত্র ধ্বংস হয়েছে, এখন তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না।’ ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়েছে এবং তারা এখন পালিয়ে গেছেন।’


আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে হাছান মাহমুদ ছিলেন বিএনপির একজন কড়া সমালোচক। অথচ, বর্তমানে তিনি বিএনপির সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন যে, আওয়ামী লীগের ভেতরে ক্ষমতার পরিবর্তন বা শাসনের পতনের পর নতুন মেরুকরণের ভাবনা থাকতে পারে। তবে বিএনপি নেতারা তাতে সাড়া দেননি। 


এদিকে, হাছান মাহমুদের ওই সাক্ষাৎকার সম্প্রচারের পর, বিএনপির নেতারা তার বক্তব্য নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। বিএনপির আরেক নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘হাছান মাহমুদ তো দেশ থেকে পালিয়ে গেছেন। তার মন্তব্যে জবাব দেওয়ার কিছু নেই।’


প্রসঙ্গত, ১৫ বছরের শেখ হাসিনার শাসনের পতনের পর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গোপনে রয়েছেন। তার বর্তমান অবস্থান নিয়ে দেশের মধ্যে নানা গুঞ্জন ছড়ালেও তার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।