প্রেমের টানে তুরস্ক থেকে সিরাজগঞ্জে এলেন যুবক, মল্লিকার সঙ্গে বিয়ে

নিজস্ব প্রতিবেদক
মোঃ পারভেজ সরকার জেলা প্রতিনিধি , সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার ৬ই নভেম্বর ২০২৪ ১২:৫৩ অপরাহ্ন
প্রেমের টানে তুরস্ক থেকে সিরাজগঞ্জে এলেন যুবক, মল্লিকার সঙ্গে বিয়ে

কথায় আছে, প্রেম মানে না কোনো বাধা। আর সেই কথাটিই একেবারে প্রমাণ করলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। ৪,৫০০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে বাংলাদেশে এসে তিনি বিয়ে করলেন ৩ বছরের প্রেমিকার সাথে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের মল্লিকা এবং তুরস্কের মুস্তফার প্রেমের গল্প এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু।


মল্লিকা, শাহজাদপুরের দলিল লেখক কামরুজ্জামান মানিকের কন্যা। তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিটি দেখে মুগ্ধ হন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এর পর শুরু হয় তাদের মেলামেশা, এবং এক সময় তা পরিণত হয় গভীর প্রেমে। দীর্ঘ ৩ বছরের সম্পর্কের পর, একদিন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে মুস্তফা পৌঁছান বাংলাদেশে। এরপর দুই পরিবারের সম্মতিতে গত সোমবার রাতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।


বিয়ের পর, মল্লিকা ও মুস্তফা উভয়ই খুশি। মল্লিকা জানান, তিন বছরের সম্পর্ক অবশেষে বিয়ে হিসেবে পরিণতি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। ভিসা প্রক্রিয়া শেষ হলেই তারা তুরস্কে পাড়ি দেবেন বলে জানান তারা।


এদিকে, মল্লিকার পরিবার এবং স্বজনেরা এই বিয়ে মেনে নিয়ে খুশি। মল্লিকার মা ও পরিবারের অন্য সদস্যরা তাদের ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন। 


এলাকার বাসিন্দারা এ সুখবর শুনে মল্লিকার বাড়িতে ভিড় জমিয়েছেন। বিদেশি জামাই পেয়ে পুরো গ্রামটি আনন্দিত এবং আত্মহারা। এলাকার মানুষ মনে করছেন, এই বিয়ে শুধুমাত্র মল্লিকার নয়, পুরো এলাকার জন্য একটি গর্বের বিষয়।