সরকারি উদ্যোগে আদানি গ্রুপের বকেয়া দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক
তানভীর তালুকদার রাকিব
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০২৪ ০৭:২৬ অপরাহ্ন
সরকারি উদ্যোগে আদানি গ্রুপের বকেয়া দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে রেমিটেন্সের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে কেন্দ্রীয় রিজার্ভে হাত না দিয়েই আন্তর্জাতিক পেমেন্টগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে। বিশেষ করে ভারতের আদানি গ্রুপের বকেয়া পেমেন্ট দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হয়েছে।


রোববার সন্ধ্যায় ফরেস সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। শফিকুল ইসলাম বলেন, “বিদ্যুৎ আমদানির জন্য আদানি গ্রুপ টাকা পায়, এবং তাদের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা গতি বাড়িয়েছি। পূর্বের সরকার বিশাল ফাইল অব বেকলট রেখে গিয়েছিল, যা এই পরিস্থিতির জন্য দায়ী।”


তিনি আরও উল্লেখ করেন, “গত মাসে আদানি গ্রুপকে ৯.৭ মিলিয়ন ডলার পেমেন্ট করা হয়েছে, যা আগের মাসের চেয়ে দ্বিগুণ। আমাদের পক্ষ থেকে পেমেন্ট আরও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।” 


বর্তমানে দেশের রিজার্ভ বাড়া শুরু হয়েছে উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, “আমরা ৭০০ মিলিয়ন ডলারের বাকি পেমেন্টও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারব।” 


তিনি আরও জানান, সরকার নিজস্ব জ্বালানি স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কাজ করছে এবং কোনো দেশের উপর পাওয়ার হোস্টেজ হবে না। 


অতীতে আওয়ামী লীগ সরকারের সময় বছরে ১৬ থেকে ১৮ বিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “পতিত আওয়ামী লীগ সরকার টাকা পাচারের এক ধরনের প্রতিযোগিতা শুরু করেছিল। বর্তমানে সেই টাকা ফিরিয়ে আনতে আমরা উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করেছি।” 


ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং অপূর্ব জাহাঙ্গীর। 


শফিকুল ইসলাম আশা প্রকাশ করেন যে, সরকারের নতুন উদ্যোগ এবং শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাপনা বাংলাদেশকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে।