ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগস্ট মাসের টিসিবির পণ্য এখনও বিতরণ হয়নি, যা স্থানীয় ১২ হাজার সুবিধাভোগীর জন্য বড় সমস্যার সৃষ্টি করেছে। উপজেলা খাদ্যগুদামে এক মাস ধরে পণ্য আটকে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও পাশের উপজেলাগুলোতে টিসিবির পণ্য বিতরণ করা হলেও বালিয়াডাঙ্গীতে এই বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, করোনাভাইরাস মহামারির পর ২০২২ সালে বালিয়াডাঙ্গীতে প্রথমবারের মতো টিসিবির পণ্য বিতরণ শুরু হয়। সেসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেনের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতির সখ্যতা থাকায় টিসিবির সকল কার্যক্রম তার নিয়ন্ত্রণে চলে আসে। মোদ্দা কথা, এই সময় থেকেই মতি স্থানীয়ভাবে ‘টিসিবি মতি’ নামে পরিচিত হয়ে ওঠেন।
মতির সাথে টিসিবির স্থানীয় ডিলার বিশ্বনাথ সাহা জড়িত ছিলেন। তিনি পণ্য বিতরণের ক্ষেত্রে অনিয়ম করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ম্যানেজ করে মালামালের ভাগবাটোয়ারা করতেন। এর ফলে প্রায়ই পণ্যের ঘাটতি দেখা দিত এবং সুবিধাভোগীরা তাদের প্রাপ্য পণ্য পুরোপুরি পেতেন না।
সম্প্রতি টিসিবির পণ্য বিতরণে অনিয়মের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন ডিলারদের রদবদল করে। তবে, নতুন ডিলারদেরও মতিউর ও বিশ্বনাথের চাপের মুখে পড়তে হয়। ফলে, প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়।
বালিয়াডাঙ্গী উপজেলায় টিসিবির পণ্য বিতরণ নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। সুবিধাভোগীরা জানিয়েছেন, তাদের ইউনিয়নে প্রথমে ৫০০-৭০০ প্যাকেজ বরাদ্দ থাকলেও বাস্তবে তারা কেবল ৩-৪ বার পণ্য পেয়েছেন। আমজানখোর ইউনিয়নে, দেড় হাজারের বেশি সুবিধাভোগী থাকলেও, বিতরণ কার্যক্রমে নানা অনিয়মের কারণে অনেকেই পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন।
বালিয়াডাঙ্গীর টিসিবির এক ডিলার জানান, নিরাপত্তার অভাবের কারণে তারা পণ্য বিতরণ করতে সাহস পাচ্ছেন না। যাদের আগে সহযোগিতা পাওয়া গেছে, তারা বর্তমানে এলাকায় নেই।
গত ৩০ জুলাই ডিলার একরামুল হকের গুদামে বিশাল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করা হয়। তবে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে টিসিবির ডিলার বিশ্বনাথ সাহা মন্তব্য করতে রাজি হননি এবং পলাতক আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য মতিউর রহমান মতি এখনও আত্মগোপনে রয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ জানিয়েছেন, “আগামী রোববার থেকে গুদামে থাকা আগস্ট মাসের টিসিবির মালামাল বিতরণের পরিকল্পনা রয়েছে। কোনো অনিয়ম ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।