জাতীয়করণের সুবিধা বঞ্চিত হওয়ায় শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
মোঃ ইলিয়াস আলী - জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২২শে আগস্ট ২০২৪ ০৮:০২ অপরাহ্ন
জাতীয়করণের সুবিধা বঞ্চিত হওয়ায় শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় ২০১৯ সালে জাতীয়করণ হওয়া সত্ত্বেও অদৃশ্য অপশক্তির ষড়যন্ত্রের কারণে জাতীয়করণ থেকে সুবিধা বঞ্চিত শিক্ষক ও কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দরা মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন।


বৃহস্পতিবার (২২ ই আগষ্ট) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচী করে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষক ও কর্মচারীরা এবং শিক্ষার্থীবৃন্দরা। পরে তারা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।


এর আগে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২০১৯ সালে জাতীয়করণ করা হয় সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়টি। তবে এখানে দুটি শাখা রয়েছে একটি উচ্চ মাধ্যমিক ও একটি অনার্স শাখা রয়েছে। উচ্চ মাধ্যমিক শাখার ৩২ জন শিক্ষক ও কর্মচারীর পদ সৃজন করা হলেও অনার্স শাখার ৫৩ জন শিক্ষক ও কর্মচারীর পদ সৃজন ঝুলিয়ে রাখা হয়। গেজেটে বলা হয়েছে কলেজ জাতীয়করণ করা হলে সকল সুবিধা পাবে। কিন্তু বিগত সরকার আমাদের অন্যায়ভাবে পদ সৃজন থেকে বঞ্চিত রেখেছে। গত ৬ বছর ধরে বিগত সরকার আমাদের সকল সুবিধা থেকে কেন বঞ্চিত করলেন তা আমাদের বোধগম্য নয়। তাই আমাদের দফা ও দাবি একটাই বর্তমান সরকার দ্রুত সময়ে পদ সৃজন করে সকল সুবিধা প্রদানে সহযোগীতা করবে।  


বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ বলেন, সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি গ্রহণ করেছি। আমি তা মন্ত্রণালয়ে পাঠাব, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।