মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নিয়ে মিয়ানমারের বিজিপির আরও ১৩ সদস্য।
বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে মিয়ানমারের ১৩জন বিজিপি সদস্য পালিয়ে আসে। তাদের নিরাস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়েছেন।
বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ নতুন করে ১৩ সদস্য পালিয়ে আশ্রয় গ্রহণের সত্যতা স্বীকার করেছেন।
এই নিয়ে গত জুলাই মাস থেকে এই পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য বিজিবির হেফাজতে রয়েছে। তাদের টেকনাফের দমদমিয়াস্থ বিজিবি রেস্ট হাউসে রাখা হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারে ফেরতও পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।