ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে পালানোর সময় পিজন সেলভারাজ নামের ভারতীয় এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে বিজিবি।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতীয় সীমান্তবর্তী বাঘাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পুলিশ কর্মকর্তা পিজন সেলভারাজ ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা।
আজ বুধবার দুপুরে ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে ৫৮ বিজিবির সদস্যরা তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করেন।
এরপর গত ১৩ জুন তিনি আদালত থেকে জামিন পেয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। তিনি ভারতীয় পুলিশের এসএসআই পদে কর্মরত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫৮ বিজিবির এক কর্মকর্তা জানান, ‘ভারতীয় ওই পুলিশ কর্মকর্তা বাংলাদেশে প্রবেশের সময় একবার গ্রেপ্তার হয়েছিলেন। জামিন পেয়ে কয়েক মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। তিনি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দেশে ছিলেন কি না তা নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। ’
এ ব্যাপারে মহেশপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, আটককৃত পুলিশ কর্মকর্তা পিজন সেলভারাজ বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের পর ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।