বিরামপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই জুলাই ২০২৪ ০৮:৩৩ অপরাহ্ন
বিরামপুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে ট্রাক্টর জমি চাষ করা (মেসি) নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে মশিউর রহমান (৩৭) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে কাটলা টু বিরামপুর সড়কের হরিহরপুর আশ্রায়ন প্রকল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক মশিউর রহমান কাটলা ইউনিয়নের শৈইলান গ্রামের মতিউর রহমানের ছেলে। 


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর নিয়ে জমি চাষ করছিলেন মশিউর রহমান। জমি চাষ শেষ করে বিকেলে বাড়ির উদ্দ্যেশে ট্রাক্টরটি নিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় কাটলা টু বিরামপুর সড়কের হরিহরপুর এলাকায় উঠতে গিয়ে ট্রাক্টরের চাকা স্লিপ কেটে ট্রাক্টরটি উল্টে গিয়ে চালক মশিউর রহমান ট্রাক্টরের নিচে চাপা পড়ে।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 


এবিষয়ে বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠিয়ে দেয়। সেখানে জানতে পারি জমি চাষ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে।