নেছারাবাদে বন্যার জোয়ারের পানিতে প্লাবিত শত শত বাড়ী ঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৭শে মে ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ন
নেছারাবাদে বন্যার জোয়ারের পানিতে প্লাবিত শত শত বাড়ী ঘর

নেছারাবাদে ঘূর্ণিঝড় 'রেমাল'এর তান্ডব ভোর চারটা থেকে পুরোধমে শুরু হয়েছে। প্রচন্ড ঝড়োবাতাস সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর পূর্বে রোববার রাত বারটা থেকে শুরু হয় জলোচ্ছাস। উপজেলার দশটি ইউনিয়ন একটি পৌরসভার নিম্ম অঞ্চলের শত শত বাড়ী ঘরের ভিতরে দুই থেকে আড়াই ফুট পানিতে প্লাবিত হয়েছে। এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত নদীতে জোয়ার পানি অব্যাহত আছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে কয়েক শতাধিক পানের বরজ, মাছের পুকুর। বাড়ী ঘরে জোয়ারের পানিতে প্লাবিত হয়ে ডুবে গেছে বাসাবাড়ীর আসবাবপত্র। এতে প্লাবিত হওয়া বাসাবাড়ীতে বাড়ছে বিষাক্ত সাপের আতঙ্ক।



স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা সুবোধ মজুমদার বলেন, রোববার রাত বারটার পর থেকে জোয়ারের পানি বেড়ে বাসাবাড়ীতে প্রবেশ করেছে। মুহুর্তেই ঘরের ভিতরে তিন ফুট পানিতে প্লাবিত হয়ে গেছে। ডুবে গেছে ঘরের ফ্রীজ,ঘাট,আলমিরা। নষ্ট হয়ে গেছে লেপতোষক,পরিধানের জামা কাপড়। এখনো জোয়ারের পানি প্লাবিত হচ্ছে। ডুবে গেছে রান্না ঘর। ঘরের ভিতরে সাপ দেখা যাচ্ছে। কি করে যে ছেলে মেয়েদের রান্না করে খাওয়াব।



একই কথা বলেছেন, আজকের প্রত্রিকার প্রতিনিধি মো: হাবিবুল্লাহ। তার ঘরের ভিতরে জোয়ারের পানিতে ডুবে আছে সমস্ত আসবাবপত্র। নষ্ট হয়ে গেছে ঘরে রাখা চাল মসলা পাতি। ময়লা পানিতে ভিতে নষ্ট হয়ে গেছে জামা কাপড়। তিনি বলেন, ঘূর্নিঝড় সিডর দেখেছি। সে ঘূর্নিঝড়েও এত সমস্যা হয়নি। এই রকম বন্যা আমার জীবনে প্রথম দেখলাম।



এদিকে বন্যার পানি উপজেলার বাজার ঘাটের অধিকাংশ সড়ক তলিয়ে গেছে। পানি বন্দি হয়ে রয়েছে হাজার হাজার মানুষ।ডুবে গেছে বাসা বাড়ীর আসবাবপত্র সহ কয়েক শতাধিক পানের বরজ!