ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উলামা ত্বলাবা পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (২২ মার্চ) বিকালে উপজেলার ভানোর আলিম মাদরাসা হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ রবিউল আলম, জাহাঙ্গীর আলম মামুন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামগণ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেনা। তবে আল্লাহ্,নবী-রাসুল ও ইসলাম বিরোধী কাজে কেউ বাঁধা দিলে সর্বশক্তি দিয়ে সংগঠনটি প্রতিরোধ গড়ে তুলবে।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা, মাওলানা আঃ রহমান, মাওলানা রফিকুল ইসলাম
মুফতী আসলামউদ্দীন হাবিবী, মাওলানা আঃ রহিম, মাওলানা ইউনুস আলী। সভাপতি, হাফেজ মাওলানা নাজমুল হক, সহ-সভাপতি মাওলানা ইসহাক আলী, সহ-সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওলানা নাঈমুল ইসলাম।সহ-সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আঃ জলিল, হাঃ তরিকুল ইসলাম, মাওলানা হারুনুর রসিদ, মাওলানা ওলিউল্লাহ্ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।