দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কায় শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে (১৬ মার্চ) বিরামপুর-ফুলবাড়ি মহাসড়কে চায়না অফিস মোড় নামকস্থানে এই দুঘটনা ঘটে। নিহত চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত: শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,বিরামপুর চায়না অফিস মোড়ে আলুু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালক শাহীন গুরুত্বর আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে শাহীনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাহমিদা বেগম তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দু’টি জব্দ করা হয়েছে।আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।