কেশবপুরে অঙ্গীকার ব্লাড ব্যাংকের উদ্যোগে জায়নামাজ প্রদান

নিজস্ব প্রতিবেদক
এস আর সাইদ - উপজেলা প্রতিনিধি , কেশবপুর যশোর
প্রকাশিত: শুক্রবার ১৫ই মার্চ ২০২৪ ০৭:৩১ অপরাহ্ন
কেশবপুরে অঙ্গীকার ব্লাড ব্যাংকের উদ্যোগে জায়নামাজ প্রদান

কেশবপুর উপজেলার ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নামাজের জন্য আলাদা জায়গা করায় অঙ্গীকার ব্লাড ব্যাংকের পক্ষ থেকে দুই কাতার জায়নামাজ উপহার দেওয়া হয়েছে।


 ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব মোল্যা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মশিউর মোড়লে নিকট শুক্রবার সকালে দুই কাতার জায়নামাজ হস্তান্তর করেন অঙ্গীকার  ব্লাড ব্যাংকের পক্ষে সভাপতি মেহেদী হাসান সাগর, সহ-সভাপতি রবিউল ইসলাম গাজী ও অফিস সম্পাদক সাঈদী হাসান বাপ্পি।