সড়কে গামছায় মোড়ানো অবস্থায় পড়েছিল নবজাতক শিশু! অত:পর ...

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে অক্টোবর ২০২৩ ০৯:২৫ অপরাহ্ন
সড়কে গামছায় মোড়ানো অবস্থায় পড়েছিল নবজাতক শিশু! অত:পর ...

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কের পাশ থেকে নবজাতক এক কণ্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। 


স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মালয়েশিয়া প্রবাসী রানা হোসেনের স্ত্রী সোনিয়া খাতুন ভোরে ছোট বোন জিনিয়া খাতুনের সাথে গ্রামের রাস্তায় হাটতে যায় সোনিয়া খাতুন। এ সময় কোটচাঁদপুর-তালসার সড়কের মাঠ এলাকায় পৌঁছালে গামছায় মোড়ানো একটি শিশুটিকে পড়ে থাকতে দেখেন। বাচ্চাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান সোনিয়া। 


পরে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিশুটিকে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চাটিকে আবারো বাড়িতে নিয়ে আসেন সোনিয়া খাতুন। এদিকে বিয়াল্লিশ দিন আগে উপজেলা শহরের একটি ক্লিনিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন সোনিয়া খাতুন। 


কিন্তু জন্মের কয়েক ঘন্টা পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় ছেলে। নেই বেদনা বুকে নিয়ে জীবন পার করতে থাকা সোনিয়া শিশুটিকে কুড়িয়ে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন। 


নবজাতক শিশুটিকে পেয়ে খুশি সোনিয়া ও তার পরিবারের সদস্যরা।