নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের মুসলিম হাটি গ্রামে বৃহস্পতিবার দুপুরের দিকে হাওরের পানিতে ডুবে মেহেরাজ ইসলাম (৫) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত মেহেরাজ ইসলাম মুসলিম হাটি গ্রামের মিরাজ হোসেনের ছেলে।
মৃত শিশুটির নানা খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের মেম্বার মজলু মিয়া জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে শিশুটির বাবা মিরাজ হোসেন স্থানীয় হাটে চলে যায় আর অপরদিকে শিশুটির মা ঘরে ঘুমিয়ে পড়ে। দুপুর ১২টার দিকে শিশুর মা ঘুম থেকে উঠে শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কোথাঁও মেহেরাজের খোঁজ না পেয়ে হাওরের পানিতে পড়ে যেতে পারে সন্দেহে বাড়ির পাশে হাওড়ের পানিতে খোঁজাখুজি শুরু হয়। এ সময় পাশ^বর্তী বাড়ীর রোহান নামে এক ছেলে মেহেরাজকে পানির নীচ থেকে উদ্ধার করে। পরিবারের লোকজন দ্রুত মেহেরাজকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বেলা ১টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশারের সাথে যোগাযোগ করলে হাওরের পানিতে ডুবে ৫ বছরের এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।