খালিয়াজুরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এ কে এম আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: শনিবার ৩রা জুন ২০২৩ ০৭:৪১ অপরাহ্ন
খালিয়াজুরীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে ১৭ ঘন্টার ব্যবধানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 


     স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে মোঃ ইজাজুল মিয়া নামক দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


    মৃত ইজাজুল ফরিদপুর নতুন পাড়ার মোঃ সাকির মিয়ার পুত্র। মৃতের পরিবারের বরাত দিয়ে এলাকাবাসী জানায়, ইজাজুল শনিবার সকালে বাড়ীতে খেলা করছিল। পরিবারের লোকজন হঠাৎ ইজাজুলকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ীর পাশে পুকুরে ইজাজুলের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।  


     অপরদিকে একই উপজেলার মুসলিমপুর গ্রামের পশ্চিম পাড়ায় শুক্রবার বিকালে পুকুরের পানিতে ডুবে নুসরাত নামে তিন বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। 


  স্থানীয় এলাকাবাসী জানায়, মুসলিমপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার হেলাল মিয়ার মেয়ে শিশু নুসরাত শুক্রবার (২ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে খাওয়া শেষে বাড়ীতে একা একা খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন নুসরাতকে বাড়ীতে  দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। বিকাল চারটার দিকে বাড়ীর পাশের পুকুরের পানিতে নুসরাতের দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


   এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে দুটি শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অসচেতনতার কারণে শিশু দুটি খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে গিয়ে মারা গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।