ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো স্টোর অফিসারের

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৩৪ অপরাহ্ন
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো স্টোর অফিসারের

মাটি টানা ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে মাহমুদুল হাসান মাসুম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 


ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর নামক মোড়ে। 


জাপান টোবাকো কোম্পানীর স্টোর অফিসার মাসুম যশোরের গদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি কালীগঞ্জে কর্মরত ছিলেন। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে কালীগঞ্জ থেকে যশোরে ফিরছিলেন মাসুম। তিনি মটরসাইকেল যোগে কোটচাঁদপুরের গালিমপুর মোড়ে এসে পৌছালে একটি মাটি টানা ট্রক্টরের চাকায় পিষ্ট হন।


 কোটচাঁদপুর থানার ওসি মঈনুদ্দীন খবরের সত্যতা নিশ্চত করেন।