গোয়ালন্দে পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৭শে অক্টোবর ২০২২ ০৪:২৩ অপরাহ্ন
গোয়ালন্দে পুলিশের অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

রাজবাড়ী গোয়ালন্দে ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদককারবারীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।আটককৃত মাদককারবারী হলো, যশোর জেলার কোতোয়ালি থানার দেওরা ইউনিয়নের গোবিন্দপুর এলাকার মৃত আব্দুল আলীর ছেলে মো. সাগর হোসেন (২৫)।বুধবার (২৭ অক্টোবর) রাত ২ টার দিকে তাকে আটক করা হয়।


থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কের  বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে চেকপোস্ট বসিয়ে রাত ২টার দিকে পরিবহনের মধ্যে থেকে যাত্রীবেশে তাকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে দৌলতদিয়া ঘাট এলাকার মহাসড়ক থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ উক্ত মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করা হয় এবং আটককৃতকে বৃহস্পতিবারে জেলা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।