আশাশুনিতে পার্টনার প্রোগ্রামের মাধ্যমে ডিএলআই এর আওতায় উত্তম কৃষি চর্চা (জিপিএ) বাস্তবায়নের জন্য কৃষক পর্যায়ের দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন এর উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, পার্টনার প্রকল্প খুলনা অঞ্চল, খুলনার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ মোসাদ্দেক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতিঃ উপ পরিচালক (ক্রপ) ইকবাল হোসেন, অতিঃ উপ পরিচালক (পিপি) মোঃ জামাল উদ্দীন।
অনুষ্ঠানে এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি তারিকুল ইসলাম ও দ্যুতি কৃষ্ণ সরকার আলোচনা রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।