জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার, যাত্রীদের স্বস্তি

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: বুধবার ৫ই মার্চ ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
জামালপুরে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার, যাত্রীদের স্বস্তি

জামালপুরে প্রশাসনের আশ্বাসে গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। ৩১ ঘন্টা পর চলাচল শুরু করলো দুরপাল্লা যানবাহন। 


মঙ্গলবার রাতে শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডের বাস মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 


জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক সাখওয়াত হোসেন শুভ বাস শ্রমিক ও মালিকদের উদ্দেশ্য স্বাভাবিক সময়ের মত যানচলাচলের অনুরোধ জানান। 


পরিবহন নেতারা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকান্ডের ঘটনার সাথে জড়িত ও গতকাল বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের যে দাবিতে তারা এই কর্মসূচি দেয়৷ পরে বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সাথে বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।  


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক, জেলা গোয়েন্দা শাখার (ওসি) মোঃ নাজমুস সাকিব, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভসহ বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। 


এরআগে গতকাল সোমবার দুপুর ১টা থেকে ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ও মালিকরা। এরপর থেকে দুর্ভোগে পরে সাধারণ যাত্রীরা৷