ওবায়দুল কাদেরের সর্বশেষ লোকেশন মোহাম্মদপুর !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বুধবার ৫ই মার্চ ২০২৫ ০৪:২৩ অপরাহ্ন
ওবায়দুল কাদেরের সর্বশেষ লোকেশন মোহাম্মদপুর !

গত বছরের ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শুরু হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তার সঙ্গে দলের অনেক নেতাকর্মীও পাশ্ববর্তী দেশে চলে যান। তবে ৫ আগস্টের পরেও আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন স্থানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়েছিল, তবে কিছুদিন পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজে পায়নি। তখন গুঞ্জন ওঠে, দেশ ছেড়ে পালিয়েছেন তিনি এবং ভারতে অবস্থান করছেন।


সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের কললিস্ট ও লোকেশন ভাইরাল হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। ভাইরাল তালিকায় দেখা গেছে, সর্বশেষ ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে মোহাম্মদপুরে তার ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছে।


তথ্য অনুযায়ী, ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থান ছিল ঢাকা শহরের মোহাম্মদপুরে, স্যার সৈয়দ রোডের ৪৭(২/৬) নম্বর বাড়িতে। তবে কললিস্টে দেখা যায়, তার মোবাইল ফোনে খুব কম কথোপকথন ছিল এবং তার ফোনের লোকেশন সাধারণত দলীয় কার্যালয় অথবা নিজের বাসা থেকে ছাড়া খুব বেশি স্থানে পাওয়া যায়নি।


এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও কোথাও তার সঠিক অবস্থান পাওয়া যায়নি। এই পরিস্থিতি এবং ভাইরাল কললিস্টটি জনগণের মধ্যে অনেক প্রশ্ন সৃষ্টি করেছে। অনেকেই ধারণা করছেন, গত বছর ৫ আগস্টের পর থেকেই তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন, তবে তা এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি।


এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তার বিরোধী পক্ষ দাবি করছে যে, ওবায়দুল কাদের দেশের বাইরে পালিয়েছেন এবং তিনি তার দলের নেতৃত্ব থেকে দূরে সরে গেছেন।