'শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে 'শিক্ষক দিবস - ২০২২ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, উপজেলা স্কাউটস এর ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।
হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আক্কাস আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।
এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, গোহাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনে, রিকাবী চকচকা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহাবুর রহমান ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপি আরা, শিক্ষক গোলাম রব্বানীসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা 'শিক্ষা জাতির মেরুদণ্ড' আর শিক্ষক ছাড়া কোন দেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমানে শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয় করণ করার জন্য সরকারের নিকট জোড় দাবি জানান। সেই সাথে বর্তমানে শিক্ষকদের সরকারি বেতন ভাতা ও উৎসব ভাতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করেন। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনাসহ সারাদেশের শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।