দাম বেড়েছে মুরগি-লবণের ,কমেছে ডালের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ২রা সেপ্টেম্বর ২০২২ ১১:১০ পূর্বাহ্ন
দাম বেড়েছে মুরগি-লবণের ,কমেছে ডালের

 দাম। লবণের কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ টাকা।  এছাড়াও বাজারে বেড়েছে গুড়া দুধের দাম। আধা কেজি গুড়া দুধের প্যাকেট বিক্রি হচ্ছে ৪২৫ টাকায়। সপ্তাহ আগে আধা কেজি বিক্রি হত ৪০০ টাকায়।বাজারে ৭ টাকা বৃদ্ধির নতুন দামে ভোজ্যতেল বিক্রি হচ্ছে। ভোজ্যতেল লিটার বিক্রি হচ্ছে ১৯২ থেকে ১৯৫ টাকা।  


১১ নম্বর বাজারের মুদি বিক্রেতা মো. নাহিদ বাংলানিউজকে বলেন, সরকার নির্ধারিত দামে ভোজ্যতেল বিক্রি শুরু হয়েছে বাজারে। তেলের লিটার বিক্রি হচ্ছে ১৯২ থেকে ১৯৫ টাকায়। এছাড়াও বাজারে দাম বেড়েছে ময়দা, লবণ ও গুড়া দুধের। কমেছে ইন্ডিয়ান মুসুরির ডালের দাম। বাজারে প্রায় সব পণ্যের দাম ২ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।


এসব বাজারে লাল ডিমের দাম কমে ডজন বিক্রি হচ্ছে ১২০ টাকা। বাজারে হাঁসের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২১০ টাকা।  বাজারে গরুর মাংসের কেজি ৬৬০ থেকে ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ৯০০ টাকায়।


বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। একদিন আগেও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি। ২০ টাকা দাম বেড়ে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকায়।১১ নম্বর বাজারের মুরগি বিক্রেতা রুবেল বলেন, মুরগির উৎপাদন ও সাপ্লাই কম থাকায় দাম বেড়েছে। সোনালি মুরগির দাম নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সোনালি মুরগির দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।