টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক শফিউদ্দিন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) বিকেলে জলসা ভূঞাপুরের আয়োজনে স্থানীয় সাকো কিন্ডার গার্টেনে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও জলসার সভাপতি গোলাম রব্বানী রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাশ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বীরপ্রতীক, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ মজিদ মিঞা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ—রেজিস্টার প্রশাসন (পরিষদ) মো. শওকত আলম,
শমসের ফকির ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির, লেখক ও অনুবাদক খুররম হোসাইন, কবি, ছড়াকার ও চিত্রশিল্পী শাজু রহমান, কবি ও আবৃত্তিকার মনোয়ারুল ইসলাম মনো, অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক,
সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সভাপতি জলিল আকন্দ। আলোচক ছিলেন জলসা ভূঞাপুরের সহ—সভাপতি কায়ছার হোসেন খান, সাধারণ সম্পাদক এম কে হাতেম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সাধারণ সম্পাদক হাসান ছারোয়ার লাভলু। সঞ্চালনায় ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও কবি সোহেল সৌকর্য।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।