রাতে মুখোমুখী হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ১০:০৯ অপরাহ্ন
রাতে মুখোমুখী হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যার উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠে বাইরেও। তাদের লড়াই দেখতে মুখিয়ে থাকে হাজার মাইল দূরের এই উপমহাদেশের লক্ষ লক্ষ ফুটবল প্রেমীরা। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটে।


সোমবার (১০ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে বারোটায় আর্জেন্টিনা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল নারী ক্রিকেট দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে।


এই ম্যাচটি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের অংশ। আমেরিকা অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। এই আসরের দ্বিতীয় ম্যাচ এটি। 


উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিচ্ছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।