হাসিনার শাসন ছিল দস্যু পরিবারের শাসন: গার্ডিয়ানকে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: সোমবার ১০ই মার্চ ২০২৫ ১০:০১ অপরাহ্ন
হাসিনার শাসন ছিল দস্যু পরিবারের শাসন:  গার্ডিয়ানকে ড. ইউনূস

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের পরবর্তী পরিস্থিতি নিয়ে ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানান, শেখ হাসিনার শাসনকালে দেশের পরিস্থিতি একেবারেই অস্থির ছিল এবং পুরো দেশ একটি দস্যু পরিবারের শাসন ছিল। ইউনূস বলেন, “হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, শুধুমাত্র একটি দস্যু পরিবারের শাসন চলছিল। সরকারপ্রধানের যেকোনো আদেশ এক কথায় পালিত হতো, এর মধ্যে ছিল স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি।”


এনসিপি আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ইউনূস বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নানা ধরনের সহিংসতা এবং দুর্নীতি ঘটেছে, যার ফলে দেশটির পরিস্থিতি ক্রমেই অবনতি হতে থাকে। আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে যান এবং ভারতে আশ্রয় নেন। এরপর, আন্দোলনকারীরা ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করেন, এবং তিনি রাজি হন।


ড. ইউনূস সাক্ষাৎকারে বলেন, “বাংলাদেশ এখন আরেকটি গাজা, দেশটির সমস্ত প্রতিষ্ঠান, জনগণ এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রায় ধ্বংস হয়ে গেছে।” তার মতে, শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের গণতন্ত্র এবং রাজনৈতিক পরিবেশ অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল, যা সমগ্র জাতির জন্য ক্ষতিকর ছিল।


শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর নতুন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয় এবং ড. ইউনূসের নেতৃত্বে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। তিনি বলেন, “আমরা নতুন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সংস্কার কাজ শুরু করেছি।” এর মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারসহ রাষ্ট্রীয় নানা খাতে সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে।


ড. ইউনূস জানান, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অগ্রগতির যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় এবং প্রচেষ্টা প্রয়োজন হবে। তবে, তিনি আশাবাদী যে নতুন সরকার দেশের অর্থনীতি এবং রাজনৈতিক পরিবেশের পুনর্গঠন করতে সক্ষম হবে।