গাংনীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত আরো ২

নিজস্ব প্রতিবেদক
এস এম তারেক হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে জুলাই ২০২২ ০৬:৩৬ অপরাহ্ন
গাংনীতে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত আরো ২

মেহেরপুরের গাংনী সীমান্তে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার হাড়াভাঙ্গা ও কাজিপুর সীমান্তে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাজিপুর মুন্সীপাড়ার আলম হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও হাড়াভাঙ্গা গ্রামের কলিম উদ্দীন সরকারের ছেলে আকরাম সরকার (৭০)।


কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু.আলম হুসাইন জানান,কাজিপুর গ্রামের মুন্সীপাড়া খড়ের মাঠে পাটের জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 এদিকে হাড়াভাঙ্গা গ্রামের আকরাম সরকার মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। 


এছাড়াও বজ্রপাতে আরো দুই কৃষক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন ব্রজপুর গ্রামের ইসমাইল মন্ডলের পুত্র মুন্নাফ আলী (৪৫) ও কাজিপুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র হাউস আলী। 


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, খোঁজ খবর নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।