লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পুন:খনন কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২১শে এপ্রিল ২০২২ ০৭:৩১ অপরাহ্ন
লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পুন:খনন কাজ শুরু

নওগাঁর ধামইরহাট উপজেলার লোদিপুর-ধনঞ্জয়নগর খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর আওতায় এলজিইডির টেইসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাল পুন:খনন কাজ উদ্বোধন করা হয়েছে। খাল খনন হওয়ায় উপকৃত হবেন এলাকার হাজারো কৃষক ও সমিতির সদস্যরা। চার কিলোমিটার দুই মিটার খাল পুনঃ খনন করা হবে। এতে ব্যয় হবে প্রায় ৩৫ লক্ষ ৭৮ হাজার ১৬২ টাকা। এদিকে দির্ঘদিন পর খাল পুনঃ খনন কাজ শুরু হওয়ার এলাকার হাজারো কৃষকের মাঝে সোনালী স্বপ্ন  দোলা দিচ্ছে।


জানা গেছে,বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের মাহমুদপুর ব্রীজ সন্নিকটে খালের  পুনঃ খনন কাজ উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী মো.আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির নওগাঁর নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.দেলদার হোসেন, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেকেন্দার আলী, সম্পাদক মওলা গোলাম কিবরিয়া, সমিতির সভাপতি আনারুল ইসলাম, সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ। 


এ ব্যাপারে ধামইরহাট উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন বলেন, ‘খাল পুনঃ খননের ফলে ধনঞ্জয়নগর, মাহমুদপুর, লোদিপুর, হযরতপুর, আগ্রাসহ খালের দুই পার্শের কৃষকগণ ও সমিতির দুইশত জন উপকারভোগিসহ হাজারো কৃষক উপকৃত হবেন। ওই এলাকার কৃষির প্রসার ঘটিয়ে, মৎস্যচাষ ও হাঁস পালনসহ অন্যান্য সুবিধা নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। এতে করে সমিতির সদস্যের আর্থসামাজিক উন্নয়ন হবে।