বাসদের ডাকা হরতালের প্রভাব নেই বরিশালে

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২৮শে মার্চ ২০২২ ১১:৫৩ পূর্বাহ্ন
বাসদের ডাকা হরতালের প্রভাব নেই বরিশালে

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির পদক্ষেপ বন্ধে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি বরিশালে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে শিডিউল অনুযায়ী সব বাস ছেড়ে গেছে। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচলও। সোমবার সকাল থেকে নগরীতে ছোট যানবাহন, বাস স্বাভাবিকভাবেই চলাচল করছে। তবে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র নেতাকর্মীরা অবস্থান নেয়ায় কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যানবাহন চলাচলে। এদিকে কোন ধরণের অরাজকতা যাতে সৃষ্টি না হয় এজন্য নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ।


নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এবং কাকলীর মোড় এলাকায় সকাল থেকে অবস্থান নেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা-কর্মীরা। সেখান থেকে তারা নগরীতে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেন।


নগরীর নথুল্লাবাদ ও রুপাতলী বাসস্ট্যান্ড থেকে সব ধরণের পরিবহন চলাচল করছে।


বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)’র বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী বলেন, ‘সাধারণ মানুষ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতাল সমর্থন করলেও পুলিশ তা ভন্ডুল করার চেষ্টা করেছে।’


বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘হরতাল সফল করতে বাম সংগঠনগুলো কিছু জায়গায় মিছিল ও সড়ক অবরোধ করেছিল। আমরা জনগণের ভোগান্তি এড়াতে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি। নগরীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’