শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সরাইলে প্রদীপ প্রজ্জ্বলনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১৫ই ডিসেম্বর ২০২১ ১০:৩৪ পূর্বাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সরাইলে প্রদীপ প্রজ্জ্বলনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধু ও বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সরাইলে প্রদীপ প্রজ্জ্বলনও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভার সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, এ সময় বক্তব্য রাখেন,


(সরাইল- আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সাবেক এমপি এ্যাড. জিয়াউল হক মৃধা,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুর রাশিদ, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমত আলী,ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন,সরাইল শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান এ্যাড. সৈয়দ তানভীর হোসেন কাউছার, 


সভায় বক্তারা বলেন, বাংলাদেশকে মেধা শুন্য করতে বুদ্ধিজীবী হত্যা করা হয়। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বক্তারা  বলেন, ১৯৭১ এর দিনগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বঙ্গবন্ধুর দীর্ঘ দিনের স্বপ্নের ফল মহান স্বাধীনতা। তার আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশের নাগরিক। আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আগামী ২০৪১ সালের স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য হয়ে কাজ করে যেতে হবে। দেশ বিদেশীদের ষড়যন্ত্র রুখতে হলে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তাঁরা আহ্বান করেন।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মওদুদ আহমেদ. উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কাজী আ: মুমিন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো.মাহফুজ আলী, আওয়ামীলীগ নেতা মো.জহিরুল ইসলাম মন মিয়া,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মো.বাবুল প্রমুখ।