মাদারীপুরে তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৫শে মার্চ ২০২২ ১১:২৭ অপরাহ্ন
মাদারীপুরে তথ্য অফিসের আয়োজনে উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারীপুর জেলা তথ্য অফিস  আয়োজনে ও  সৌহার্দ্য নারী কল্যাণ সমিতির  উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এর  নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায়  শিশু ও নারী উন্নয়নে ভিডিও কলের মাধ্যমে  সচেতনতামূলক উন্মুক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের থানতলী খান বাড়ি বালুর মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


উঠান বৈঠক - মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা।তথ্য অফিসার মোঃ রিয়াদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৌহার্দ্য নারী কল্যাণ সমিতির সভাপতি ফাতেমা পারভীন,মহিলা যুবলীগ নেত্রী দুলালী খানম,মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুর রহমান।


বৈঠকে  নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগ, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, গুজব, নারীর আত্মকর্মসংস্থান প্রভৃতি বিষয়ে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। এতে মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।