দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: শনিবার ৫ই মার্চ ২০২২ ০৬:৩৯ অপরাহ্ন
দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাহিরপুরে বিএনপির বিক্ষোভ

দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে।


শনিবার সকাল সাড়ে ১১টায় তাহিরপুর বাজারের দলীয় কায্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কায্যালয়ের সামনে এসে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি কমরেড নুর ইসলাম,সহ সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার,


বীর মুক্তিযোদ্ধা হারুন রশিদ,আবুল হোসেন,বিএনপির সহ দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া,জেলা যুবদলের সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম,তোজাম্মিল হক নাছরুমসহ উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদলসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিল।