মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২০শে ফেব্রুয়ারি ২০২২ ০১:১৯ অপরাহ্ন
মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করলো বিএনপি

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।


দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।  রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।  


তিনি জানান, আখতারুজ্জামান দলীয় শৃংখলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ায় দলীয় গঠনতন্ত্রের ৫ এর গ ধারা অনুযায়ী সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।  মেজর (অব.) আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির প্রার্থী ছিলেন।