নওগাঁর ধামইরহাটে ৭৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির অসহায় দরিদ্র মানুষের মাঝে কোভিড-১৯ সংকট মোকাবেলায় নগদ অর্থ হিসেবে ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আড়ানগর ইউনিয়নের চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব নারীদের মাঝে প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা করে বিতরণ করা হয়।
ধামইরহাট পৌরসভায় ৩৯৫ জন,উমার ইউনিয়নে ২০৯ জন এবং আড়ানগর ইউনিয়নে ১৪৬ জন মোট ৭৫০ জনের মাঝে ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির রবিদাস,সাঁওতাল,শীল,শিং এবং দলিল সম্প্রদায়ের নারীদের মাঝে রেজিলিয়েন্স টু ইকোনমিক ভলাটিলিটি অফ ইনডিজিনাস এন্ড ভারনারবল পপুলেশন থ্রো ইমপাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্পের কোভিড-১৯ সংকট মোকাবেলার জন্য প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান আলী কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়,দাতা সংস্থা হেকস/ইপার এর প্রোগ্রাম ম্যানেজার মো.রুকুনুল ইসলাম, সংস্থার নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী, প্রধান শিক্ষক আবু ছালেহ।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার উপপরিদর্শক নুুরুল ইসলাম, মইনুল হক,জাহিদ আলী,আনিকা বুশরা,ডি,এম সফিউল আলম,জয়ন্তী রাণী,মাহমুদুর রহমান আপেল,নাইস পারভীন,মুশফিকুর রহমান প্রমুখ।
গত ১৮ নভেম্বর ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঝে এবং তার পরের দিন একই মাঠে উমার ইউনিয়নের অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী,সংস্থার সভাপতি সাবেক এমপি শাহিন মনোয়ারা হক প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।