নোয়াখালীতে যৌতুকের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন
নোয়াখালীতে যৌতুকের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ

নোয়াখালীর হাতিয়াতে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্ত মো. দিদার উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্যাকিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  


জানা গেছে, নিহত তাসলিমা বেগমের সঙ্গে দিদার উদ্দিনের প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দিদার যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে থাকেন। পরিবারের সদস্যদের প্ররোচনায় তিনি সময়ে সময়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতেন। বিদেশ যাওয়ার জন্যও তিনি স্ত্রীর কাছ থেকে একাধিকবার টাকা নেন।  


গত ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে দিদার ফের পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। তাসলিমা টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে দিদারসহ পরিবারের আরও পাঁচ সদস্য মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন। লাঠির আঘাতে তাসলিমার শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। তাকে চুল ধরে টানাহেঁচড়া করা হয়। একপর্যায়ে নির্যাতনের কারণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান।  


এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দিদার পলাতক ছিলেন। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  


র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যার ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।  


এদিকে, তাসলিমার পরিবারের সদস্যরা দিদার ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাসলিমা নির্যাতনের শিকার হচ্ছিলেন, কিন্তু সামাজিক ও পারিবারিক কারণে মুখ খুলতে পারেননি। শেষ পর্যন্ত যৌতুকের লোভে তাকে নির্মমভাবে হত্যা করা হলো।  


গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতে সোপর্দের পর আসামির রিমান্ড চেয়ে আবেদন করা হবে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।