গলাচিপায় প্রয়াত আ খ ম জাহাঙ্গীরে কবর জিয়ারত করলেন আ.লীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা নভেম্বর ২০২১ ০৫:৪৩ অপরাহ্ন
গলাচিপায় প্রয়াত আ খ ম জাহাঙ্গীরে কবর জিয়ারত করলেন আ.লীগ নেতাকর্মীরা

পটুয়াখালীর গলাচিপায় মরহুম আখম জাহাঙ্গীর হোসাইন (সাবেক এমপি)র কবর জিয়ারত করলেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১১৩ পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মরহুম আ খ ম জাহাঙ্গীর হোসাইনের আত্মার মাগফিরাত কামনায় বুধবার (৩ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করেছেন তারা। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট ফকরুল ইসলাম মুকুল, আখম জাহাঙ্গীর হোসাইনের ছেলে আসম জাওয়াদ সুজন, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদুল ইসলাম স্বপন প্রমুখ। 


এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত আ’লীগ নেতার কবর জিয়ারত করেন।