কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় তার আরেক ভায়রা গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জুলাই) রাতে উপজেলার রায়গঞ্জ বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নয়ন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া ফকিরটারি এলাকার আজিজুল ইসলামের ছেলে।
জানা গেছে, নয়ন মিয়া ও হামিদুল ইসলাম শ্বশুর বাড়িতে দাওয়াত শেষে মোটরসাইকেলে রায়গঞ্জ বাজারের দিকে ফিরছিলেন। পথে রায়গঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি সুপারি গাছে ধাক্কা খায়।
আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে হামিদুল ইসলামকে (৩০) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।