টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নে বাঁধ ভেঙে অন্ততত ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার(৩০ জুন ) রাত থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের তোড়ে বাঁধটি ভেঙে যায়।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান ই-নিউজ৭১ .কমকে জানান, বুধবার রাত সাড়ে ৯টার পানি স্তর হচ্ছে ১৭.৬৭ সেন্টিমিটার। গত ২৪ ঘন্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা হচ্ছে ১৯.৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে।
তিনি আরও জানান, এভাবে পানি বৃদ্ধি অব্যহত থাকলে চলতি সপ্তাহে বিপদসীমা অতিক্রম করে বন্যার আশংকা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির পানির তোড়ে উত্তর পলাশতলা গ্রামে একটি বাঁধ ভেঙ্গে যায়। সীমান্তবর্তী সাতানিপাড়া, সোমনাথপাড়া, বালিঝুড়ি, যদুরচর ও পলাশতলায় পানি প্রবেশ করেছে। এসব গ্রামের প্রতিটি ঘরেই এখন কোমড় সমেত পানি।
এদিকে গত ২দিন থেকে বিশেষ করে রাত থেকে ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে ফলে নদ নদীর পানি অস্বাভিকভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা, ব্রহ্মপুত্রসহ আঞ্চলিক নদী গুলোতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি অব্যহত রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।