নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের হেমনগর কান্দায় বজ্রপাত নিরোধী একটি আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এ ভিত্তি প্রস্তরটি স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, ওসি মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফ, আবুল কালাম আজাদ, সরকারি বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকসহ অনেকেই।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে খালিয়াজুরীর লক্ষীপুর গ্রামে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। পরে তিনি এ গ্রামেই বৃক্ষ রোপনের মাধ্যমে সামাজিক বনায়নের উদ্বোধন করেন ।
পরে তিনি খালিয়াজুরী ইউএনওথর কার্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সবশেষে ইউএনও অফিস পরিদর্শন করেন।
প্রসঙ্গত, প্রায় আট লাখ টাকা ব্যায় বরাদ্দ ধরে কেন্দ্রটি নির্মাণ করার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হলেই এ কেন্দ্র নির্মিত হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউএনও আরিফুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।