খালিয়াজুরীতে বজ্রপাতে নদীতে নিখোঁজ এক যুবক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৭ই মে ২০২১ ০৩:৫৪ অপরাহ্ন
খালিয়াজুরীতে বজ্রপাতে নদীতে নিখোঁজ এক যুবক

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় কৃষ্ণপুরে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নদীতে পরে নিখোঁজ কুতুবপুরের রমজান আলীর ছেলে সুলতান আলী ( ৪৩)। 


স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,  কৃষ্ণপুরের  জাহেরপুর ফেরী ঘাটে বিকাল ৫ টার দিকে মাল বাহী একটি নৌকা নদীতে নিয়ন্ত্রণ করছিলেন সুলতান আলী।  তখনই হঠাৎ অতি শব্দে বিদ্যুৎ চমকানির আওয়াজ শোনা যায়, তখনই তখনেই বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে নৌকা থেকে পরে যায় নদীতে । তখন স্থানীয়রা সাথে সাথে নদীতে নেমে খুঁজা খুঁজি শুরু করে। নদীতে পানি বেশি থাকায় উদ্ধার কাজে বীঘ্ন হচ্ছে বলে জানা যায় ।  


প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধ্যা ৮ টার মধ্যে বজ্রপাতে নিখোঁজ সুলতান আলীর সন্ধান মেলেনি। 


বজ্রপাতে নদীতে নিখোঁজের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয় উদ্ধারকর্মীদের সহযোগিতা করছে। নৌকা দিয়ে নদীর মাঝে ডুব দিয়ে নদীতে খুঁজা খুঁজি করছে স্থানীয় উদ্ধারকর্মীরা 


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসীর সাথে পুলিশও উদ্ধার কাজে সহযোগিতা করছে।


#ইনিউজ৭১/জিয়া/২০২১