করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া জামালপুরে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। সোমবার(২৭ এপ্রিল) দুপুরে জামালপুর স্টেডিয়ামে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, গৃহকর্মী, দোকান শ্রমিক ও তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন পেশার ৬০০ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিটুস লরেন্স চিরান ও সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বতন কর্মকর্তারা।
পরে জামালপুর রেল স্টেশন এলাকায় আরও ৩৯৪ জন কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
#ইনিউজ৭১/জিয়া/২০২১
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।