কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মার্চ) দুপুর তিনটায় প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ০১ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল সূত্রে জানা যায়, ২২ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ ও ২৫ মার্চ মনোনয়নপত্র বিক্রয় করা হবে। ২৮ মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৯ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১ এপ্রিল বেলা ১০টা থেকে ২:৩০ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মোহাম্মদ এমদাদুল হক, মো. মাসুদুল হাসান ও রবিউল হকসহ কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, গত ১৮ মার্চ অফিসার্স এসোসিয়শনের ২০২১-২০২২ কার্যনির্বাহী গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।