প্রকাশ: ২৭ আগস্ট ২০২০, ১৬:১
সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ইসলামে রয়েছে অনেক দিকনির্দেশনা। ব্যক্তি, পরিবার কিংবা সামাজিকভাবে অসহায়দের সহযোগিতায় উদ্বুদ্ধ করতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক উপদেশ ও সুসংবাদ দিয়েছেন। এসব সুসংবাদের মধ্যে অন্যতম একটি হলো, দুনিয়ার গরিব-অসহায়দের মৌলিক প্রয়োজনীয় জিনিস কাপড়-চোপড় দান করা। আর তাতে কেয়ামতের দিন জান্নাতে সুবজ পোশাক ও আল্লাহর নিরাপত্তা মিলবে। হাদিসে এসেছে-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন যে, কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় পরালে যে পর্যন্ত এ কাপড় ওই ব্যক্তির পরনে থাকবে ততদিন পর্যন্ত দানকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজের খাছ হেফাজতে রাখবেন।' (তিরমিজি)