প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭
খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনার পর পরিস্থিতি শান্ত করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার দুপুরে স্থানীয় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি সার্কিট হাউসে, যেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ বৈঠকে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশ নেন। বিভিন্ন দপ্তরের উপস্থিতি বৈঠকের গুরুত্ব ও পরিস্থিতি মোকাবিলার দৃঢ় প্রত্যয়কে প্রতিফলিত করে।
অন্যদিকে ছাত্র সংগঠন ‘জুম্ম ছাত্র জনতা’র পক্ষ থেকে ক্রিপায়ন ত্রিপুরা, মানিক চাকমা, তশিতা চাকমা, পিন্টু চাকমা ও বাইদ চাকমা আলোচনায় অংশ নেন। তারা সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবি সরাসরি উপদেষ্টার কাছে তুলে ধরেন।
ছাত্র প্রতিনিধিরা বৈঠকে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করা এবং সহিংসতায় নিহতদের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে পাহাড়ের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
পরে ছাত্র সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টার হাতে আট দফা দাবির স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বৈঠকে প্রশাসন ও ছাত্র সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। উভয় পক্ষই সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শিক্ষার্থীদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হবে। তিনি বলেন, পাহাড়ের স্থিতিশীলতা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।
সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনার কারণে খাগড়াছড়িতে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শান্তি ফিরিয়ে আনতে এই আলোচনাগুলোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।